কলকাতা টুডে ব্যুরো: নবান্ন অভিযানকে ঘিরে যে রাজনৈতিক পারদ চড়েছিল সে এখনও পুরোপুরি ঠান্ডা হয় নি। অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলতেই রয়েছে। এই সময় আবারও শুভেন্দুর নিশানায় শাসকদল। শনিবার বেহালা শিমুল তলায় নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন, “এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর সংবিধান চলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেকে মনে করেন প্রধানমন্ত্রী।”
শুভেন্দু রাজ্যের 30 হাজার চাকরি দেয়া প্রসঙ্গে বললে, “এটাও ভুয়া সবই ভুয়া বেসরকারি কোম্পানিগুলো এবার মমতা বন্দ্যোপাধ্যায় নামে কেস করবে যেমন দেবযানীর মা করেছে সিআইডির এগেনস্টে কেস।”
তিনি এও বলেন, “বিশ্বকর্মা বিক্রি এটা হিন্দু জাগরণ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী নেত্রী ওর এমপি বলে কালি ঠাকুর মদ খায় গাজা খায় এবং উনি জয় শ্রীরাম শুনলে বলেন এটা বাজে কথা। তিনি বিভিন্ন কারখানা বন্ধ করে দিয়েছেন এবং বাংলার মানুষ চায় এই কারখানাগুলো থাকুক তাই বিশ্বকর্মা পূজা করছেন।”
টিটাগর প্রসঙ্গেও এদিন উঠে আসে তার বক্তব্যে। তিনি বললেন, “NIA হওয়া উচিত আমি সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবো তিনটি নিয়ে এনআইএ তে চিঠি লিখেছিলাম। সেটা তারা নিয়ে নিয়েছে। আমি মালদা মুর্শিদাবাদ গোসাবা নিয়ে লিখেছিলাম তারা এই তিনটা নিয়ে নিয়েছে আমি টিটাগড় আর সিতালকুচি টা নিয়ে লিখবো।”
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata