Home সংবাদসিটি টকস DA মামলায় রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে

DA মামলায় রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে

DA মামলায় রাজ্যের আর্জি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের তরফে উল্লেখ করা হয়েছে, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের প্রাপ্য

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: DA মামলায় রাজ্যের আর্জি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের তরফে উল্লেখ করা হয়েছে, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের প্রাপ্য। তাই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেটাই বহাল রাখল আদালত।

দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ক্ষোভ রয়েছে সরকারি কর্মীদের। কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পর গত ২০ মে আদালত নির্দেশ দিয়েছিল যাতে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। গত অগস্ট মাসেই সেই তিন মাসের মেয়াদ শেষ হয়েছে। এরপর রাজ্যের তরফে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। সেই মামলারই রায় দেওয়া হল এ দিন।

ইতিমধ্যেই পুজো অনুদান সংক্রান্ত মামলায় রাজ্য জানিয়েছিল ডিএ দেওয়া হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গে এ দিন মামলাকারী সরকারি কর্মী সংগঠনের এক সদস্য বলেন, এটা অত্যন্ত লজ্জার।

মামলাকারীদের আইনজীবী জানান, রাজ্যের সব আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। এটা সরকারি কর্মচারীদের জয় বলে উল্লেখ করেছেন তিনি। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘আদালতের কোনও আদেশের ওপর কিছু বলা যায় না।’ তিনি আরও বলেন, ‘ডিএ না দেওয়ার কথা কখনই মুখ্যমন্ত্রী ভাবেননি বা বলেননি। আগেও তিনি এ ব্যাপারে যা বলেছেন, তাই করেছেন।’ আগামিদিনেও বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করবেন বলে মন্তব্য করেছেন তিনি।

Topics

High Court DA Government Employees Administration Kolkata

Related Articles

Leave a Comment