কলকাতা টুডে ব্যুরো: ইডির পর এবার নিয়োগ দুর্নীতিতে চার্জশিট দিল CBI। শুক্রবার গ্রুপ সি নিয়োগে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন CBI-এর গোয়েন্দারা। তার মধ্যে ৬ নম্বরে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কী ভাবে দুর্নীতি হয়েছে তা বিস্তারে চার্জশিটে তুলে ধরেছেন তদন্তকারীরা।
গ্রুপ C তে ৩৪৮১ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল বলে আদালতে সিবিআইয়ের পেশ করা ফরেন্সিক রিপোর্টে উঠে এসেছে। বুধবার এই তথ্য প্রকাশ্যে আসার পরই শুক্রবার এই মামলায় চার্জশিট পেশ করলেন সিবিআইয়ের গোয়েন্দারা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ২ সপ্তাহ আগে প্রথম চার্জশিট পেশ করেছিল ED। এবার চার্জশিট পেশ করল সিবিআইও।
চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, সমরজিৎ আচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট দিল CBI। চার্জশিটে মোট ৫টি ধারায় অভিযোগ আনা হয়েছে। শুক্রবার আলিপুর কোর্টের বিশে সিবিআই আদালতে চার্জশিট পেশ করেন সিবিআইয়ের আধিকারিকরা।