Home সংবাদসিটি টকস ভাটা পড়েছে আনন্দে, উদ্বোধনে নেই BJP-র কোনো কেন্দ্রীয় নেতৃত্ব

ভাটা পড়েছে আনন্দে, উদ্বোধনে নেই BJP-র কোনো কেন্দ্রীয় নেতৃত্ব

বিজেপির দুর্গাপুজোর জৌলুস এবার কিছুটা ফিকে পড়েছে। প্রথমে শোনা যাচ্ছিল পুজো উদ্বোধনে আসবেন অমিত শাহ। তারপর রাজ্যে আসেন মিঠুন চক্রবর্তী। অবশেষে এঁদের দুজনের কেউই নন। বিজেপির পুজো উদ্বোধন হল, ঢাক বাজিয়ে শুভারম্ভ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বিজেপির দুর্গাপুজোর জৌলুস এবার কিছুটা ফিকে পড়েছে। প্রথমে শোনা যাচ্ছিল পুজো উদ্বোধনে আসবেন অমিত শাহ। তারপর রাজ্যে আসেন মিঠুন চক্রবর্তী। অবশেষে এঁদের দুজনের কেউই নন। বিজেপির পুজো উদ্বোধন হল, ঢাক বাজিয়ে শুভারম্ভ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত দু’বছরে বিজেপির দুর্গাপুজো ঘিরে ছিল সাজো সাজো রব। প্রথমবার ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরের বছর এসেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু এবারের পুজো জৌলুসহীন হয়ে পড়েছে। নেই কোনও হেভিওয়েটের দেখা।

এই বছরের তৃতীয় বর্ষে পা দিলো বঙ্গ বিজেপির দুর্গাপুজো। সল্টলেকের ইজেডসিসি-তে পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঢাকও বাজান।উপস্থিত ছিলেন রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতানেত্রীরা।

বিজেপির দুর্গাপুজোর থিম দুর্গতিনাশিনী দশভূজা। যে থিমে রাজ্যের দুর্গতির কথাও তুলে ধরা হয়েছে। স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরু পাচারকাণ্ড, যে সমস্ত ইস্যুকে হাতিয়ার করে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা, তাই প্রতিফলিত হল দুর্গাপুজোর থিমে! দুর্নীতির বিরুদ্ধে পোস্টার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের চারপাশ।

এবছর পুজোয় আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবার এখানে পুজো করবেন মহিলা পুরোহিত। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা সুলতা মণ্ডল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুলতা মণ্ডল। এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা করতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Related Articles

Leave a Comment