কলকাতা টুডে ব্যুরো: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। একাধিক সুপারহিট হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। তবে শুধু সিনেমা নয়, ছোটপর্দাতেও একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। শুক্রবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ বালি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।
প্রয়াত অভিনেতার পুত্র অঙ্কুশ বালি জানিয়েছেন যে, মায়েসথেনিয়া গ্রাভিস রোগে আক্রান্ত হয়েছিলেন অরুণ। এটি একটি অটোইমিউন রোগ, যা পেশি ও নার্ভসের মধ্যে সংযোগস্থাপন করতে পারে না। এই অসুখে আক্রান্ত হওয়ার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছিলেন তিনি। কিন্তু এরই মাঝে এলো দুঃসংবাদ। শুক্রবার রাত ৪.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যগ করেন তিনি।
অরুণ বালির মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের সহ অভিনেত্রী নীনা গুপ্তা লেখেন, ‘বহুবছর আগে পরম্পরা সিরিজে আমার প্রথম দিনের শ্যুটিং ছিল অরুণ বালির সঙ্গে। সম্প্রতি গুড বাই ছবিতেও একসঙ্গে অভিনয় করেছি আমরা।’ অভিনেতা বিন্দু দারা সিং টুইট করেছেন, ‘ওর আত্মার শান্তি কামনা করি’। অভিনেত্রী নুপুর অলংকার আগে থেকেই অরুণের এই অসুখ আঁচ করেছিলেন। তিনি বলেন, একদিন ফোনে কথা বলার সময় বুঝতে পারি অরুণের কথা বলতে কিছু সমস্যা হচ্ছে। এরপর অরুণের ছেলে অঙ্কুশের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি। তাঁকে বলি যে এখনই হাসপাতালে ভর্তি করা দরকার।