কলকাতা টুডে ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়কে BCCI সভাপতি পদ থেকে সরানো নিয়ে সোমবার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেছেন, “সৌরভকে অন্যায়ভাবে সরানো হয়েছে ক্রিকেট বোর্ড থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ যদি বোর্ডে থাকতে পারে, তা হলে সৌরভ থাকবে না কেন?” সেইসঙ্গে মমতা এও বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবেন যাতে ICC সভাপতি পদে সৌরভকে পাঠানো যায় তার বন্দোবস্ত করতে। এই নিয়ে সোমবার বিকালে প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে মমতাকে পাল্টা খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জবাবে বিরোধী দলনেতা বলেন, ‘‘আগে শাহরুখ খানকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সরিয়ে সৌরভ গাঙ্গুলিকে ওই পদে বসান। আগে সৌরভকে সম্মান দিন, এ সব নিয়ে রাজনীতি করবেন না।’’ শুভেন্দুর কথায় ঘুরে ফিরে এসেছে, সৌরভের প্রতি সমর্থন নিয়ে যখন এতই তৎপর মুখ্যমন্ত্রী, তা হলে তাঁর পদক্ষেপে এর প্রতিফলন নেই কেন?
শুধু শুভেন্দু নয়, এর আগে এই একই দাবি জানিয়ে টুইট করেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনিও শাহরুখকে সরিয়ে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে সৌরভকে নিয়োগের দাবিতে সরব হয়েছিলেন। আর সৌরভ ইস্যুতে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে খোঁচা দিতেই পাল্টা চাপের কৌশল নিল পশ্চিমবঙ্গ বিজেপি। শুভেন্দু বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতকে শেষ করে দিয়েছেন। স্বপ্না বর্মণকে কেন বাংলা ছেড়ে চলে যেতে হল? তিনি জাতীয় স্তরে মধ্যপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করে পদক জিতছেন। এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আগে সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে শাহরুখকে বিদায় দিন মুখ্যমন্ত্রী। তার পর আমরা তার কথা বা যাবতীয় দাবির বিষয়ে শুনব।’’ সৌরভের প্রতি বিরোধী দলনেতার পরামর্শ, ‘‘সৌরভের উচিত কোনও রাজনৈতিক দলকেই কথা বলার সুযোগ না দেওয়া।’’