কলকাতা টুডে ব্যুরো:রবিবার Mann ki Baat-এ লাইভে ছট পুজোর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জাতির উদ্দেশে ভাষণে প্রথমেই তিনি ছট পুজোর মাহাত্ম তুলে ধরেন। এবং সকল দেশবাসীকে ছট পুজোর শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি ছট পুজো সম্বন্ধে এদিন বলেছেন, ‘ছট পুজোয় এই সূর্য পুজো আমাদের সংস্কৃতির সঙ্গে প্রকৃতির নিবিড় সংযোগের প্রমাণ। ছট পুজো এক ভারত, শ্রেষ্ঠ ভারতের’ উদাহরণ। তিনি বলেন, ‘বিহারের বাসিন্দারা এখন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাঁরা এখন ধুমধাম করে ছটের আয়োজন করছেন। মুম্বই, দিল্লি সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলা ও গুজরাটের একাধিক জায়গায় এখন ছট পুজোর আয়োজন করা হয়।’ এদিন ছট পুজোয় সূর্য দেবের পুজো থেকে শুরু করে সৌরশক্তি নিয়েও আলোচনা করেন। সম্প্রতি গুজরাটের মোধেরাকে দেশের প্রথম সৌরগ্রাম হিসেবে ঘোষণা করা হয়। এই সৌরশক্তি আসার ফলে সেখানকার বাসিন্দাদের কী কী সুবিধা হয়েছে সেই বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী আরও বলেন, “সৌরশক্তি পাশাপাশি আমাদের দেশ মহাকাশ ক্ষেত্রেও যথেষ্ট ভাল কাজ করছে। গোটা বিশ্ব ভারতের এই উন্নতি দেখে অবাক হয়ে গিয়েছে। ভারত কিছুদিন আগেই একসঙ্গে ৩৬ টি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে। দীপাবলির আগে যুবদের তরফে দেশের জন্য এটি একটা নিঃসন্দেহে বিশেষ উপহার। স্পেস সেক্টর ভারতের যুব সম্প্রদায়ের জন্য খুলে যাওয়ার পরেই এক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং কোহিমা থেকে কচ্ছ পর্যন্ত সমগ্র দেশে ডিজিটাল সংযোগ আরও মজবুত হবে। এর সাহায্যে দেশের দূর দূর প্রান্তের এলাকার সঙ্গে আরও নিবিড় সংযোগ স্থাপন হবে।”