কলকাতা টুডে ব্যুরো: গুজরাতের মোরবি জেলায় মাচ্ছু নদীর উপর কেবল ব্রিজ ভেঙে পড়ার পরে এক দিন পেরিয়েছে। মৃত্যুমিছিল বাড়তে বাড়তে প্রায় দেড়শো ছুঁয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে প্রশাসন। গ্রেফতার করা হয়েছে সেতু রক্ষণাবেক্ষণকারী সংস্থা ‘ওরেভা’র কয়েকজন ম্যানেজারকে, ব্রিজের টিকিট কালেক্টরকে, ব্রিজ মেরামতির কন্ট্র্যাক্টরদের এবং ভিড় সামাল দিতে ব্যর্থ তিন নিরাপত্তারক্ষীকে।
গুজরাতের ওরেভা সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা একাধিক সুরক্ষাবিধি লঙ্ঘন করেছে। সাত মাস ধরে ব্রিজ মেরামতির পরে সবে চারদিন হল খুলেছে, সবরকম পরীক্ষা না করেই। তার ফলেই এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। তবে সংস্থার কোনও উচ্চপদস্থ কর্তা এখনও ধরা পড়েনি। মোরবি পুলিশের প্রধান অশোক যাদব বলেছেন, ‘আমরা একজন দোষীকেও ছেড়ে দেব না। কেউ পালাতে পারবে না।’ এই মেরামতি সংস্থার সাথে হওয়ার চুক্তি অনুযায়ী, ব্রিজটি মেরামতির জন্য ২ কোটি টাকা পেয়েছিল ওরেভা। তারা দাবি করেছিল, মেরামতির পরে ব্রিজটি ৮-১০ বছর ভাল থাকবে। কিন্তু তা দূরের কথা, চার দিনের মাথায় ঘটে গেল মর্মান্তিক বিপর্যয়। তারা এও জানিয়েছিল, ব্রিজে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে। সে জন্যই টিকিট ব্যবস্থার ওপর জোর দিয়েছিল তারা।
অথচ, যেখানে স্বাভাবিক অবস্থায় ব্রিজে সর্বোচ্চ ১২৫ জন ওঠার কথা, সেখানে গতকাল ছটপুজো উপলক্ষে প্রায় ৫০০ মানুষ জড়ো হয়েছিলেন ব্রিজে। টিকিট কেটেই ব্রিজে উঠছিলেন তাঁরা। টিকিটের দাম ১২ থেকে ১৭ টাকা। এই এত মানুষ ওঠার ফলেই ধারণক্ষমতা ছাপিয়ে যায় ব্রিজটির। ১০০ বছরের পুরনো ব্রিজের ধাতব কেবলগুলি আর সেই ভার বইতে পারেনি।