কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে নতুন করে একদিনে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। কেষ্টপুরের বাসিন্দা সোমনাথের মৃত্যু হয় সল্টলেকের এ এম আর আই হাসপাতালে। রুবি হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল আবু সৈয়দ মহলাদারের। এর পাশাপাশি নীলরতন সরকার হাসপাতালের সাফাই কর্মী বুবাই হাজরার মৃত্যু হয় । সোমবার দুপুরে রিঙ্কি দাস নামে এক গৃহবধুর বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। একই দিনে যে চারজনের মৃত্যু হয় প্রত্যেকের বয়স খুব অল্প। সোমবার রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়ে হল ৭৯। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এইবার সরব বিরোধীরা।
সোমবার একই দিনে পরপর চারজনের মৃত্যু হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। কলকাতা সহ সল্টলেক এলাকা মিলিয়ে মোট ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। ডেঙ্গি ইস্যুতে বিরোধীরা শাসকদলের ওপরে চাপ বাড়াতে ক্রমশ সুর চড়াচ্ছে। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এ বার আসরে নামল বিজেপি। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ তৃণমূল সরকার। তাই এই পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল পাঠানোর আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডবীয়কে সোমবার চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অগ্নি-মিত্রা পাল বললেন, “ডেঙ্গু নিয়ে রাজ্যের উপর ভরসা রাখা যায় না যে রাজ্যের মন্ত্রীরা অর্ধেক জেলে বাকি যারা ছাড়া আছে তারাও জেলে যাবে। হাজার হাজার লোক আক্রান্ত কত লোক মরছে তার কোন হিসেব নেই। আমরা দাবি রাখলাম সেদিনকে সংখ্যাটা জানাতে হবে তাই আমাদেরকে এরেস্ট করা হলো। আমরা কোন তথ্য জানতে পারছি না ডেঙ্গুর। কুকুর বিড়ালের মত শিশু থেকে বয়স্ক সবাই ডেঙ্গুতে মারা যাচ্ছে। আমরা জিজ্ঞেস করলেই দোষ। তথ্য দেওয়া হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারের তার নিচে পশ্চিমবঙ্গ বলে আমাদের এখানে ডেঙ্গু বেশি মেয়রের কাজ ছেরে মেয়র এখন ডেঙ্গু নিয়ে গবেষণা করছে।”