Home সংবাদবর্তমান ঘটনা ‘ভুল করার অধিকারও একটি অধিকার’, নদীয়ার জনসভায় দাবি মমতার

‘ভুল করার অধিকারও একটি অধিকার’, নদীয়ার জনসভায় দাবি মমতার

:বুধবার নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। আর সেখান থেকেই তৃণমূল সুপ্রিমোর গলায় ফের একবার ‘ভুল করার অধিকারের’ কথা উঠে এল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বুধবার নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। আর সেখান থেকেই তৃণমূল সুপ্রিমোর গলায় ফের একবার ‘ভুল করার অধিকারের’ কথা উঠে এল। বললেন, “একটা দুটো লোক ভুল করতে পারে। তার জন্য সবাই ভুল করে না। তাঁকে শাসন করে ভাল করতে হয়। আমি চাই, যাঁরা ভুল-ত্রুটি করবে, তাঁরা শুধরে নেবে। সংশোধন করে নেওয়াটা আমাদের ধর্ম। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স। ভুল করার অধিকারও একটি অধিকার। সেটিকে সংশোধন করতে হবে। আমি চাই তৃণমূল কর্মীরা মাথা উঁচু করে চলবে। কোনও লোভ যেন তাঁদের গ্রাস করতে না পারে। এই অর্থের মূল্য হচ্ছে অনর্থ। লোভ করে অর্থ করা মানে, যাঁর কাছে রাখছেন সে মেরে দিচ্ছে। লোভ করে অর্থ করা মানে, সমাজে বদনাম হচ্ছে।”

তিনি এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের পেছনে গেরুয়া শিবিরের ইন্ধনের অভিযোগ তুলে বলেন, “ইচ্ছা করে পঞ্চায়েত ভোটে জানো তৃণমূল কাজ করতে না পারে তার জন্য এখন থেকেই অফিসারদের ভয় দেখাচ্ছে। আমাদের সহকর্মীদের ডেকে পাঠাচ্ছে। আর যা ইচ্ছা বলে যাচ্ছে প্রেসের মাধ্যমে।” এই সভাতেই আবারো মমতা ব্যানার্জির মুখে উঠে আসে মিডিয়া ট্রায়ালের প্রসঙ্গ। তিনি বলেন, “মিডিয়ার ট্রায়াল করা হচ্ছে আগে। পড়ে দেখা যে যাচ্ছে সে দোষী নয়। কিন্তু তাকে তো বদনাম করে দেওয়া হলো। আপনারা বলুন তো, আপনাদের বাড়িতে যদি ED যায় সিবিআই যায়, তবে আপনার মান সম্মান নিয়ে কথা হবে না? এরা চায় তৃণমূল কংগ্রেসের মান সম্মান নষ্ট হোক। আর আমরা চাই এটা কি রুখে লড়াই করবার জন্য।”

Related Articles

Leave a Comment