কলকাতা টুডে ব্যুরো: নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে ধৃত টেট চাকরিপ্রার্থীদের জামিন দিয়ে দিল ব্যাঙ্কশাল আদালত। ধৃত ৩০ জনকে বৃহস্পতিবার আদালতে তোলে পুলিশ। ধৃতদের বিরদ্ধে হিংসা ছড়ানো ছাড়াও পুলিশের উপর আক্রমণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল। তবে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে আদালত। আগামী ৭ দিন রোজ তদন্তকারী পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রথমে বুধবারের বিক্ষোভে সামিল প্রায় ৩০০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও গতকাল রাতেই হেয়ার স্ট্রিট থানা থেকে বাকিদের ছেড়ে দিলেও ৩০ জনকে আটকে রাখে পুলিশ। তাঁদের মধ্যেই রয়েছেন অরুণিমা পাল নামে এক চাকরিপ্রার্থীও। গতকাল তাঁকেই তেড়ে এসে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে এক মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে। ধৃত এই ৩০ জনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
আদালতে ধৃতদের আইনজীবী সওয়াল করেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের কামড়, এটা মানুষের কাজ নয়। পুলিশ কামড়ে দিয়েছে, হেনস্তা করেছে। মাথা ফাটিয়ে দিয়েছে। কামড়ানোর ঘটনায় মেডিক্যাল রিপোর্টে পুলিশের নাম নেই কেন? সংগঠনকে চিহ্নিত করতে বলছে পুলিশ, এরা কি মাওবাদী? যে কামড়াল সেই হাসপাতালে ভর্তি, কিন্তু যাঁকে কামড়াল তাঁকেই গ্রেফতার! তাহলে ভাবুন কতটা বিষাক্ত!’ দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর ধৃতদের শর্তসাপেক্ষে জামিন দেয় আদালত। তবে ধোপে টেকেনি পুলিশের সওয়াল।