কলকাতা টুডে ব্যুরো: রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মু কে কুরুচিকর মন্তব্যের জেরে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অখিল গিরীর কুশপুতলিকা দাহ করে অবস্থান বিক্ষোভ করে BJP। ডায়মন্ড হারবার জেলা BJP মহিলা মোর্চার পক্ষ থেকে আমতলা চৌরাস্তা মোড়ে 117 নম্বর জাতীয় সড়কের উপর অবরোধের জেরে যানচলাচল কিছু ক্ষনের মধ্যে ব্যাহত হয় ।
প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলের সভায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতির চেহারা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের আগুন জ্বালিয়েছিলেন অখিল গিরি। অখিল গিরি বলছিলেন, ‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?’ তবে বেলাগাম হওয়া নিয়ে অনুতপ্ত মন্ত্রী অখিল গিরি। অখিল গিরি বলেন,‘আমি রাষ্ট্রপতিকে কোনও কটাক্ষ করিনি। আমি একটা উদাহরণস্বরূপ বলেছি। আমিও সংবিধানের লোক। আমি এও বলেছি রাষ্ট্রপতিকে আমি সম্মান করি।’
অখিল গিরির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় বাংলার রাজনীতি। সেই মন্তব্যের জেরে অখিলের পাশে নেই তাঁর দল তৃণমূল। বিবৃতি দিয়ে তা স্পষ্টও করে দিয়েছে শাসকদল। এ বার সেই মন্তব্যের জেরে বিধানসভার শীতকালীন অধিবেশনে রামনগরের বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চান বিজেপির আদিবাসী বিধায়করা। শনিবার তেমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপি তফসিলি মোর্চার সভাপতি তথা হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু।