কলকাতা টুডে ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্যের নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ওই কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি দারুণ মহিলা। আমি পছন্দ করি। ভীষণ সম্মান করি। অখিল ওই মন্তব্য করে ঠিক করেনি। অন্যায় করেছে। বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দুঃকপ্রকাশ করছি। ওই মন্তব্যের জন্য ইতিমধ্যেই অখিলকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের মন্তব্য না করে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গায়ের রঙ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরেই সমালোচনার মুখে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। বিষয়টি নিয়ে ঘোলা জলে মাছ ধরতে আসরে নেমেছে বিজেপি। এমনকী মন্ত্রিসভা থেকে অখিলকে বাদ দেওয়ার দাবিতে রাজ্যপাল লা গনেশনের কাছে স্মারকলিপি দিয়েছে। যদিও বিজেপির ফাঁদে পা দিয়ে রাজ্যের কারামন্ত্রীকে যে তিনি বরদাস্ত করতে চান না, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে অখিল গিরির মন্তব্যের নিন্দা করার পাশাপাশি বিজেপি নেতারা যেভাবে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে কুত্সিত আক্রমণ করেছেন, তারও সমালোচনায় সরব হয়েছেন মমতা। তিনি প্রশ্ন ছুঁড়েছেন, ‘বীরবাহা হাঁসদার গায়ের রঙ নিয়ে কটাক্ষ করা হয়েছে। দাঁড় কাক বলে কুত্সিত আক্রমণ করা হয়েছে। এটা কী ধরনের রাজনৈতিক শিষ্টাচার?’
তৃণমূলের নেতা-মন্ত্রীদের উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের নিন্দা করে মমতা বলেন, ‘বীরবাহা তো আদিবাসী পরিবারের মেয়ে। একটা সাংস্কৃতিক পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নীচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর? দাঁড়কাকের মতো দেখতে বলাটা কি রুচিকর? সৌন্দর্য শুধুমাত্র রূপের মধ্যে পড়ে না, দেখার মধ্যে পড়ে না। মানুষের ভিতরটা সুন্দর হওয়া উচিত। মনের ভিতরটা সুন্দর হওয়া জরুরি। কেউ অন্যায় করলে সমর্থন করি না।’