কলকাতা টুডে ব্যুরো: সময়ের আগেই শীতের আগমন রাজ্যে। নভেম্বরের মাঝেই রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রার পারদ নেমে গেল ১০ ডিগ্রির নিচে! আগামী চার-পাঁচ দিন পরিষ্কার শুষ্ক ওয়েদার থাকবে। ১৮ থেকে কয়েক দিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিক থেকে কমই চলছে.। আগামী চার-পাঁচ দিন এরকমই তাপমাত্রা থাকবে। তাপমাত্রা খুব একটা চেঞ্জ নেই। আগামী চার পাঁচ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে রয়েছে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩০ এর কাছাকাছি। কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী চার-পাঁচ দিন পশ্চিমে জেলাগুলোতে আরো দূর থেকে ৪ ডিগ্রির মতো কম থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদার পরিষ্কার ওয়েদার। শুধু পাহাড়ি এলাকায় দার্জিলিং বা কালিংপং দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে অল্প কিছু এরিয়াতে শুধু পাহাড়ি এড়িয়ে হালকা বৃষ্টি থাকতে পারে এছাড়া উত্তরবঙ্গে শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী চার পাঁচ দিন তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না কলকাতার ক্ষেত্রে যে তাপমাত্রা চলছে, সেটা আগামী চার-পাঁচ দিন চলবে এরকমই এরপরে তাপমাত্রা কমবে, কিন্তু বাড়বে না।