কলকাতা টুডে ব্যুরো:আসানসোলে শুভেন্দুর অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষকে কম্বল দেওয়ার কথা ছিল। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রতীকী হিসেব অল্প কয়েকজনকে কম্বল দিয়ে চলে যান। শুভেন্দু অধিকারী সেখান থেকে চলে যাওয়ার পরই কম্বল নেওয়ার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। আর সেই সময়েই পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়।মর্মান্তিক সেই ঘটনায় আজ শোকপ্রকাশ করার পাশাপাশি রাজ্য পুলিশের উপরও একরাশ ক্ষোভ উগরে দিয়ে দিলীপ ঘোষ বলেন, “পুলিশের উপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতি প্রযোজন ছিল।”
নিউ টাউনে সাংবাদিকদের সামনে নাম না করেই শুভেন্দু অধিকারীকে খোঁচা মেরে বিজেপি এই নেতা বলেন, “দান খয়রাতি মানবতার অপমান। কিছু পাওয়ার লোভ দেখিয়ে মানুষকে টেনে আনা আমি সমর্থন করি না। গরীবকে সাহায্য করার অন্য নানারকম উপায় আছে। আরও সতর্ক হওয়া উচিৎ ছিল।”
উনি আরও বলেন “এ রাজ্যের মানুষ কিছু পাবে শুনলেই দৌড়ায়। লক্ষীর ভাণ্ডারেও এই ধরনের ঘটনা ঘটেছে।”
শুভেন্দুর ‘তারিখ-ভবিষ্যবাণী’ প্রসঙ্গেও মুখ খোলেন খড়্গপুরের বিজেপি সাংসদ দিলীপ। তিনি বলেন, ‘‘যাঁরা বলেছেন, তাঁদের জিজ্ঞাসা করুন। আমার জানা নেই। কোনও তারিখ নিয়ে আমি রাজনীতি করি না। খালি ইলেকশনটা তারিখে হয়।’’ প্রসঙ্গত, গুজরাতে বিজেপির জয়ের পরে গত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল, “১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।” এর পর সোমবার শুভেন্দু বলেছিলেন, ‘‘আগামী ১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বে।’’