বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় আদালতের নির্দেশ ছাড়া চার্জশিট
এবার বিজেপির বিধায়কদের মিলল স্বস্তি । বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় আদালতের নির্দেশ ছাড়া চার্জশিট দিতে পারবে না পুলিশ। এমনটাই জানাল আদালত। আপাতত কোনও বিজেপি বিধায়ককে ডাকা যাবেনা ওই দুই মামলায় । সূত্রের খবর জেরা করাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানাল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ।
প্রসঙ্গত এই ইস্যুতে সিঙ্গল বেঞ্চের দেওয়া প্রথম মামলার নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এখনও পর্যন্ত সেই মামলার শুনানি হয়নি। তাই দ্বিতীয় মামলাতে কোনও তদন্ত এগোতে পারবে না পুলিশ।
সূত্র মারফত জানা যাচ্ছে ৭ ফেব্রুয়ারি সিঙ্গল বেঞ্চে দুটি মামলার শুনানি হতে পারে। তার আগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের দায়ের প্রথম মামলার শুনানি হতে পারে। এর পরই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
বি আর আম্বেদকরের মূর্তির নিচে তৃণমূলের ধরনা কর্মসূচি
উল্লেখ্য, গত বছর নভেম্বরের শেষ দিকে বিতর্কের পরিস্থিতির সৃষ্টি হয় বিধানসভায়। বি আর আম্বেদকরের মূর্তির নিচে তৃণমূলের ধরনা কর্মসূচি চলছিল। সেখানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অমিত শাহের সভা শেষ হওয়ার পরই শুভেন্দু-সহ বিজেপির বাকি বিধায়করা সেখানে উপস্থিত হন।
তৃণমূলের ধরনার পাশাপাশি পাল্টা ধরনা শুরু করে বিজেপি বিধায়করা। ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন। এদিকে, তৃণমূলের ধরনা কর্মসূচি শেষে জাতীয় সঙ্গীত গাইতে বলেন মুখ্যমন্ত্রী। আর সেই সময়ই বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। আর তার প্রেক্ষিতেই তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় FIR দায়ের হয়। এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়করা।