সাধু-সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মিছিল শুরু হল সুবোধ মল্লিক স্ক্যোয়ার থেকে
সাধু-সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মিছিল শুরু হল সুবোধ মল্লিক স্ক্যোয়ার থেকে। এই মিছিল শেষ হবে ধর্মতলা ওয়াই চ্যানেলে। বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায় জানাচ্ছেন, সাধু-সন্তদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই তাঁদের এই মিছিল।
পুরুলিয়ায় সাধুদের উপর জনরোষ আছড়ে পড়ার ঘটনার প্রতিবাদে এবার পথে নামছে গত বিশ্ব হিন্দু পরিষদকে। সাধু-সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শুরু হয় এই মিছিল । মিছিল শেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে একটি স্মারকলিপিও জমা দিতে যাবেন তাঁরা। সে কথাও জানালেন বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র।
গাড়ি থামিয়ে কয়েকজন স্থানীয় নাবালিকার থেকে কিছু তথ্য জানতে চেয়েছিলেন তাঁরা
উল্লেখ্য, গত সপ্তাহেই পুরুলিয়ার উপর দিয়ে একটি গাড়িতে চেপে উত্তর প্রদেশ থেকে গঙ্গাসাগরের উদ্দেশে আসছিলেন কয়েক জন সাধু। রাস্তাতেই গাড়ি থামিয়ে কয়েকজন স্থানীয় নাবালিকার থেকে কিছু তথ্য জানতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু ভাষাগত সমস্যার কারণে, সেখানে একটি ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হয়। এহেন পরিস্থিতির কারণেই স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। অপহরণের চেষ্টা চলছে, এমনটা ভেবে গ্রামবাসীরা চড়াও হয় সাধুদের ওপর। গাড়িতে ভাঙচুর করা শুরু হয়। ঘটনার পর তড়িঘড়ি পদক্ষেপ করে স্থানীয় থানার পুলিশ।
সাধুদের সেখান থেকে উদ্ধার করেন পুলিশকর্মীরা এবং ২৪ ঘণ্টার মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত সপ্তাহের ওই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এই বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
অন্যদিকে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ আবার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভাষাগত সমস্যার কারণে ভুল বোঝাবুঝির থেকেই এটি ঘটেছিল এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেও জানিয়েছিলেন কুণাল।