হাসপাতালে ভর্তি কবীর সুমন
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন । সূত্রের খবর এদিন বেলা আড়াইটা নাগাদ তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। হৃৎপিণ্ডে সমস্যার কারণে বাড়িতে অসুস্থ বোধ করেন গানওয়ালা শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
আমরা সকলেই জানি খুব পরিষ্কার ভাবেই কথা বলেন এই শিল্পী। এই কারণে নানা সময়ে বিতর্কেও জড়িয়ে যান। কিন্তু কলকাতার একধিক গল্প মনে পড়ে যায় কবির সুমনের গান শুনলে। শিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। জানা গিয়েছে, সুমন সজাগ রয়েছেন, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
শ্বাসকষ্ট ও গলা ব্যথার সমস্যা তৈরি হয়
প্রসঙ্গত এর আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুমন। তখন তার শ্বাসকষ্ট ও গলা ব্যথার সমস্যা তৈরি হয়। মাঝরাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় সত্তরোর্ধ্ব সঙ্গীতশিল্পীকে। জানা যাচ্ছে তাঁকে দেখতে হাসাপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সময় সারা বিশ্বে করোনার দাপট ছিল। ফলে সুমনের ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাও করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভই আসে। কিন্তু ফুসফুসের নিম্নভাগে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ‘গানওয়ালা’। হাসপাতাল থেকে ছাড়া পান। এবারও তেমন হোক, আশা অনুরাগীদের।