রনক্ষেত্রতে পরিণত হয়েছে সন্দেশখালি
এই মুহূর্তে রনক্ষেত্রতে পরিণত হয়েছে সন্দেশখালি। শাসক শিবিরের নেতাদের বিরুদ্ধে অভিযোগের কারণে বেশ কিছুটা অস্বস্তিতে তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে ঘটে যাওয়া একাধিক পরিস্থিতি যেন বঙ্গ বিজেপির কাছে এক বড় হাতিয়ার হয়ে উঠছে। এই পরিস্থিতিতে দ্বিতীয়বার দিল্লিতে পৌঁছলেন শুভেন্দু-সুকান্তরা । সূত্রের খবর, অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতা।
শনিবারের এই বৈঠকে সন্দেশখালি কাণ্ড নিয়ে আলোচনা তা জানা কথা। কারণ, লোকসভা নির্বাচনের মুখে এমন জ্বলন্ত ইস্যুকে হাতছাড়া করতে নারাজ পদ্মশিবির। আর সে কারণেই পুলিশি বাধা সত্ত্বেও বার বার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
বঙ্গ সফরে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
এদিকে, আগামী মাসের প্রথমেই তিনবার বঙ্গ সফরে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বারাসতেও দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। সুকান্ত মজুমদার দিনকয়েক আগে দাবি করেছিলেন, সন্দেশখালির ‘নির্যাতিতা’রা চাইলে সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের দেখা করার বন্দোবস্ত করতে পারেন। অসমর্থিত সূত্রের খবর, ওই সাক্ষাৎ নিয়েও আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। এছাড়া মোদির বঙ্গ সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে।
সূত্রের খবর, আগামী ১৩ মার্চের পরই লোকসভার নির্ঘন্ট প্রকাশ হতে পারে। প্রার্থী হিসেবে কারা থাকবেন সেই নিয়েও থাকছে একাধিক প্রশ্ন। বাংলা থেকে কাদেরই বা প্রার্থী হিসাবে বাছবে গেরুয়া শিবির, তা নিয়েও শাহ ও নাড্ডার সঙ্গে কথা হতে পারে শুভেন্দু-সুকান্তদের।