গত বছর এলভিশ যাদবের বিরুদ্ধে সাপের বিষ নিয়ে একটি পার্টি আয়োজনের অভিযোগ ওঠে।
তিনি বারবার সেই অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সাপের বিষের ঘটনায় রবিবার নয়ডা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিগ বস OTT-এর দ্বিতীয় সিজন জেতার পর থেকে এলভিশ যাদব একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন। গত নভেম্বরে, সাপের বিষের সাথে জড়িত একটি পার্টির আয়োজন করার জন্য তার এবং অন্য ছয়জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখান থেকেই গ্রেপ্তারির খবর ছড়িয়েছে। সেখানে দেখা গেল, এলভিশ-সহ ছয় জনকে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় আটক করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও এলভিশকে শুধু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে,এবার একই মামলায় জনপ্রিয় ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে।
এলভিশের জন্ম হরিয়ানায়। জন্মসূত্রে তার নাম সিদ্ধার্থ যাদব। তিনি ২০১৬সালে তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করেন, প্রথমে যার নাম ছিল ‘দ্য সোশ্যাল ফ্যাক্টরি’ নামে, পরে সেটা ‘এলভিশ যাদব’-নামে পরিবর্তন করা হয়। তিনি ‘বিগ বস ওটিটি’-এর দ্বিতীয় মরসুমে পূজা ভাট, অভিষেক মালহান, বেবিকা ধ্রুব এবং মনিশা রানীর মতো প্রতিযোগীদের পরাজিত করে বিজয়ী হয়েছিলেন।