নিজস্ব প্রতিনিধিঃ আসানসোল থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়। সামান্য আহত হয়েছেন বাবুলের ব্যক্তিগত সচিব। তবে মন্ত্রী বাবুলের কোনও আঘাত লাগেনি।
শুক্রবার সন্ধ্যায় আসানসোল থেকে কলকাতায় ফেরার পথে জামুড়িয়ায় বাবুল সুপ্রিয়র গাড়ির পিছনে থাকা তাঁর ব্যক্তিগত সচিবের গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে অন্য একটি গাড়ি।
ওই গাড়িতে থাকা ২ জন আহত হন। তাঁদের মধ্যে আছেন বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত সচিব। তাঁর পায়ে আঘাত লাগে। তবে তাঁদের চোট গুরুতর নয়। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটি হেফাজতে নিয়ে চালককে আটক করা হয়েছে।
ঘটনাস্থলেই গাড়িটিকে পুলিশের হাতে তুলে দিয়ে কলকাতার দিকে রওনা দেন বাবুল ও তাঁর সঙ্গীরা।