নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার পর থেকে মোবাইল ফোনের কলার টিউনে স্বাস্থ্যবিধি সম্পর্কে সতর্ক করে দেওয়ার রেওয়াজ বা নিয়ম চালু হয়েছে। সেই সতর্কবার্তাগুলোর মধ্যে একটি বার্তায় শোনা যায় ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের ব্যারিটোন কণ্ঠস্বর। এবার কলার টিউন থেকে সেই কণ্ঠস্বর সরানোর জন্যই দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু করা হল।
এতদিন ধরে অনেকেই অভিযোগ করতেন, এই দীর্ঘ বার্তার কারণে অনেক জরুরি ফোন করার সময় অকারণ হয়রান হতে হয় সাধারণ গ্রাহকদের। সেই কারণে গ্রাহকদের কলার টিউনটি মাঝপথে বন্ধ করার একটি অপশন দেয় ট্রাই অর্থাৎ কেন্দ্রীয় টেলি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। তারপরেও অবশ্য বিগ বি’র ব্যারিটোন কণ্ঠস্বরে করোনা সতর্কবার্তা সব ফোনেই চলছিল।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে। তবু এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত ১ কোটি ৪ লক্ষ ছাড়িয়েছে।
তবে নতুন করে আতঙ্ক বাড়িয়েছে করোনার কোভিডের নয়া স্ট্রেনের সংক্রমণ। এখনও পর্যন্ত ব্রিটেন থেকে উদ্ভূত স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৭৩ জন ভারতীয়। এদিন এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।