Home রাজনৈতিক ‘যতদিন বাঁচব, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব’, বহরমপুর থেকে হুঙ্কার মমতার

‘যতদিন বাঁচব, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব’, বহরমপুর থেকে হুঙ্কার মমতার

by Kolkata Today

মুর্শিদাবাদ, ৯ ফেব্রুয়ারি: মঙ্গলবার বর্ধমানের কালনায় জনসভা করে পানাগড়ে মাটি উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে গিয়ে বহরমপুরের জনসভায় অংশ নেন তিনি। সেখান থেকে ফের একবার দলত্যাগীদের তোপ দাগেন তিনি। বলেন, ‘যারা দুর্নীতিগ্রস্ত তাঁরাই দুর্নীতির কাছে নিজেদের বিক্রি করে। মীরজাফর গদ্দারি করেছিল, এখানেও কয়েকজন দুষ্টু গরু আছে। তাই তাদের এখন ভয় ধরেছে, যদি ধরা পড়ি। তাই বিজেপির ওয়াশিং মেশিনে চলে যাচ্ছে। বিজেপি হল ওয়াশিং মেশিন, কালোরা সাদা হয়ে বেরিয়ে আসে। সিরাজদৌল্লার সঙ্গে গদ্দারি করেছিল মীরজাফর। সেই গদ্দারকে কোনওদিন বাংলা, দেশ, মানুষ ক্ষমা করেনি।’ এদিন পলাশীর যুদ্ধের প্রসঙ্গ টেনে দলত্যাগীদের আক্রমণ করেন দলনেত্রী।

‘মুখে বলে হরি হরি, আর মানুষ খুন করি’ বলেও বিজেপিকে তোপ দাগেন জননেত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা বলি, হরে কৃষ্ণ হরে হরে, শান্তি থাকুক ঘরে ঘরে। তৃণমূল কংগ্রেস টাকায় বিক্রি হয় না। মাথার উপর আমি আছি। যদি অন্যায় করে, দল ছাড়ুক, খুশি হব। দুর্নীতি করলে বরদাস্ত করব না। জনগণের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিইনি। ত্রিপুরার মানুষ বুঝতে পারছেন, কী ভুল করেছেন। বিজেপি বাংলার মনীষীদের জানে না, বাংলাকে চেনে না। আগামীদিনে আপনাদের ভোটে আমাদের সরকার তৈরি হবে। বিজেপিকে হঠাতে হলে প্রত্যেকটা ভোট জোড়াফুলে ফেলুন। কোনও এনপিআর করতে দেব না। কোনও এনআরসি করতে দেব না। আগামীদিনে ব্যাঙ্কে টাকা রাখলে পাবেন না। সব বেচে দিচ্ছে। মোদী এসে বললেন বাংলায় সরকারি কর্মীরা মাইনে পান না। কোন সরকারি কর্মী মাইনে পাননি দেখান মোদীবাবু। কেন্দ্রীয় সরকার বিএসএনএল, গেইল বন্ধ করে দিচ্ছে কেন?’

তাঁর কথায়, ‘যতদিন বাঁচব, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব। আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। টাকার বিনিময়ে বিজেপিকে ভোট দেবেন না। আমি টাকার বিনিময়ে দলকে বিক্রি করি না। আগামীদিনে ফের তৃণমূল ক্ষমতায় আসবে। যারা বিজেপিতে যেতে চায় যেতে পারেন। দরজা খোলা। বিজেপি কুৎসার পার্টি, অপপ্রচারের পার্টি। বিজেপি বাংলার দল নয়, দাঙ্গা করার দল। তৃণমূল কংগ্রেস করতে হলে মা-বোনেদের সম্মান করতে হবে। বাংলায় মা-বোনেদের যে সম্মান, তা অন্য কোথাও নেই। মুর্শিদাবাদের মানুষের ভোটে আগামীদিনে সরকার গড়বে তৃণমূল। অনেক মার খেয়েছি, আমি লড়াই করতে ভয় পাই না। বাংলার সরকার গড়তে মুর্শিদাবাদ বড় ভূমিকা পালন করবে। বিজেপির উস্কানিতে কেউ পা দেবেন না। বিজেপি পার্টি জমিদারদের দল, লুঠ করতে দেব না। নোটবন্দির পর ঘরবন্দি করেছে। এবার জনগনের আদালতে বিজেপিকে বন্দি হতে হবে। গুজরাত বাংলা শাসন করবে না। বাংলাই বাংলা শাসন করবে, তৃণমূলই বাংলা শাসন করবে।’ অধীরের গড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করতে চায় না। সিপিএমও বিজেপির বড় বন্ধু। বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূলই লড়তে পারে।’

বহরমপুরের জনসভায় অংশ নিয়ে মমতা আরও বলেন, ‘ইতিমধ্যেই ৫৫ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করিয়েছেন। এবছর জুন থেকে কৃষকরা ৬ হাজার টাকা করে পাবেন। ভাগচাষিরাও ৩ হাজার টাকা করে পাবেন। পরিযায়ী সরকারদের মোদী সরকার কোনও সাহায্য করেনি। দলবদলু চোর-ডাকাতদের চার্টার্ড বিমানে দিল্লি নিয়ে যাচ্ছেন। কৃষকদের নিয়ে মোদী সরকার বড়বড় কথা বলছে। কিষাণ সম্মান নিধি নিয়ে মিথ্যে বলছে। বাংলার থেকে কম ধান কেনে কেন্দ্র। বাংলার কৃষকদের বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। বাংলা থেকে মাত্র ৭৬ হাজার মেট্রিকটন ধান কেনে কেন্দ্র। রাজ্য সরকারই কৃষকদের থেকে ধান কিনবে, চিন্তার কারণ নেই।’

Related Articles

Leave a Comment