কলকাতা টুডে: আগামী বৃহস্পতিবার ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে আবার ২২ ফ্রেব্রুয়ারি অর্থাৎ সোমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মোদী নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোপথের উদ্বোধন করতে পারেন। তবে অমিত শাহ রাজ্যে এলে তিনি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন।
রাজ্য বিজেপি-র উদ্যোগে ইতিমধ্যেই চারটি ‘পরিবর্তন যাত্রা’র সূচনা হয়েছে। এখন বাকি রয়েছে কলকাতা জোনের যাত্রা। রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ১৮ ফেব্রুয়ারি সেই রথযাত্রা শুরু হবে দক্ষিণ ২৪ পরগনার সাগর থেকে। তবে আনুষ্ঠানিক সূচনা হবে কাকদ্বীপে। আর সেখানেই অমিতের হাজির থাকার কথা। একইসঙ্গে কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি। রাজ্য বিজেপি অনেক আগেই জানিয়েছিল, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত ঘন ঘন নাড্ডা, শাহ, মোদীরা বাংলায় আসবেন। গত কয়েক মাসে বেশ কয়েক বার এসেছেন নাড্ডা ও অমিত। মোদী কলকাতায় এসেছিলেন ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে। ৭ ফেব্রুয়ারি এসেছিলেন হলদিয়ায়। এর পরে এক মাস সময়ে তৃতীয় সফর হতে পারে ২২ ফেব্রুয়ারি।
বিজেপি সূত্রের খবর, নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোপথের উদ্বোধন করতে পারেন মোদী। তবে কবে উদ্বোধন হবে এবং সেখানে প্রধানমন্ত্রী আসবেন কি না তা এখনও চূড়ান্ত হয়নি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হুগলীর ডানলপ ময়দানে জনসভা করবেন মোদী। তাঁর বাকী কর্মসূচি চূড়ান্ত না হলেও ১৮ তারিখ অমিতের আসার ব্যাপারে প্রায় নিশ্চিত রাজ্য বিজেপি। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘১৮ ফেব্রুয়ারি অমিতজি আসবেন বলেই ঠিক আছে। তিনি কলকাতা জোনের পরিবর্তন যাত্রার সূচনা করবেন বলেই ঠিক আছে। তবে বাকি কর্মসূচি কিছু ঠিক হয়নি।’
বিজেপি সূত্রে আরও খবর, এবার অমিত দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি হুগলি জেলার কোনও কর্মসূচিতে যোগ দিতে পারেন। রাজ্য বিজেপি চায় এবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে রথের সূচনার পরে হুগলির সিঙ্গুরে সমাবেশ করুন অমিত। সফরসূচি চূড়ান্ত করবে বিজেপির কেন্দ্রীয় হাইকমান্ড।