কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: বোমাবাজিতে গুরুতর জখম মন্ত্রী জাকির হোসেনকে দেখতে বৃহস্পতিবার সকালে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। খোঁজ নিলেন মন্ত্রীর শারীরিক অবস্থার।
এরপর হাসপাতাল থেকে বেরিয়ে ঘটনার জন্য কেন্দ্রকে তোপ দাগেন মমতা। ‘রিমোর্ট কন্ট্রোলেই বিস্ফোরণ ঘটানো হয়েছে, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক অনুমান। গোটা ঘটনার দায় রেলের। রেল স্টেশনের আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্যের নয়। রাজ্য পুলিশকে ডাকলে তবে তারা এফআইআর করতে পারে।’ এমনই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেত্রী। তিনি জানান, জাকিরের সঙ্গে কথা হয়েছে। জাকিরের স্ত্রীর সঙ্গেও দেখা হয়েছে। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে মমতা ঘোষণা করেন, গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা সাহায্য করা হবে। এমনকি আহতদের ১ লক্ষ টাকা সাহায্য করবে রাজ্য। পাশাপাশি ঘটনায় আহতদের চিকিতসার সব খরচ বহন করবে রাজ্যে সরকার।
এছাড়াও তৃণমূল সুপ্রিমো তোপ দেগে বলেন, ‘পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। যখন হামলা চালানো হয় তখন প্ল্যাটফর্ম অন্ধকার ছিল। এমনকি সেখানে কোনও রেল পুলিশ ছিল না। ভয়াবহতা দেখে শিউরে উঠছি। এটা বিরাট বড় ষড়যন্ত্র। রেলের জায়গায় বিস্ফোরণ, দায়িত্ব রেলেরই। কিন্তু রেল এই ঘটনা হালকাভাবে নিচ্ছে।’ প্রসঙ্গত, রেল এই ঘটনায় একটা মামলা দায়ের করেছে। রেলের দাবি, তদন্তও শুরু হয়েছে।
পাশাপাশি মমতার দাবি, ‘জাকিরকে খুনের পরিকল্পনা ছিল। এমনকি ওর উপর দলবদলের চাপ আসছিল।’ অন্যদিকে মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার তদন্তে নামছে সিআইডি। ঘটনাস্থল নিমতিতায় যাচ্ছেন উচ্চপদস্থ আধিকারিক এবং ফরেনসিক দল। ইতিমধ্যে রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা নিমতিতার ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্তও শুরু করেছে তারা।