কলকাতা, ২১ ফেব্রুয়ারি: কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাঁচ আধিকারিক তৃণমূল সাংসদের বাড়িতে যান নোটিস দিতে। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিতেই রবিবার দুপুরে কালীঘাটের বাড়িতে যায় সিবিআই। রুজিরার ব্যাঙ্ক লেনদেন নিয়ে প্রশ্ন। সিবিআই সুত্রের খবর, রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একাধিক সন্দেহজনক লেনদেন। সিবিআই-এর আধিকারিকরা অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায়। পাশাপাশি অভিষেকের শ্যালিকাকেও নোটিস দিল সিবিআই। মঙ্গলবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ সিবিআই-এর। তবে সিবিআই আধিকারিকরা যখন অভিষেকের বাড়িতে যান, তখন তৃণমূল সাংসদের বাড়িতে কেউ ছিলেন না। বাড়ি ফিরলেই ফোন করতে বলা হয়েছে। ফোন নম্বর দিয়ে এসেছেন সিবিআই আধিকারিকরা। আজ রবিবারই অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
বিস্তারিত আসছে…