ফ্রায়েড রাইস রান্না করে সবাইকে চমকে দিলেন মিমি চক্রবর্তী। অল্প তেলে সবজি হালকা করে ভেজে নিয়ে, তার সঙ্গে ভাত মিশিয়ে কীভাবে পছন্দের মশলা এবং নুন মিশিয়ে নিলে ফ্রায়েড রাইস তৈরি হয়ে যায়, শেখালেন তারকা সাংসদ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করে ভক্তদের ফ্রায়েড রাইস তৈরি শেখালেন মিমি চক্রবর্তী। যদিও বিজ্ঞাপনের জন্যই গোটা ভিডিয়ো শ্যুট করেন মিমি চক্রবর্তী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই কথা স্পষ্ট করে দেন তারকা।
অভিনয়ের পাশাপাশি নিজের লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কাজ করে চলেছেন মিমি , সবদিক বেশ সুন্দরভাবে সামল দিতে বেশ পটু মিমি চক্রবর্তী। এসবের পাশাপাশি দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো, সবকিছুতেই মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছে, নিজের মতো করে সবকিছু গুছিয়ে নিতে। এবার রান্নাঘরেও দেখা গেল রান্নায় তুখোড় মিমিকে। যদিও বিজ্ঞাপনের জন্যই মিমি চক্রবর্তী গোটা ভিডিয়ো শ্যুট করেন বলে জানিয়েছেন।