কলকাতা টুডে ব্যুরো: এবার কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে হাজির সিবিআই আধিকারিকরা। সোমবার দুপুর ১২টা নাগাদ পঞ্চসায়রে মেনকার বাড়িতে পৌঁছন সিবিআই কর্তারা। তাঁদের সঙ্গে ছিলেন মহিলা অফিসারও। যদিও ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। আবাসনের গেট বন্ধ করে দেওয়া হয়।
পরে রক্ষীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তার পর গেট খুলে দিলে ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। তবে আবাসনের ভিতরে তাঁদের গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করেন তাঁরা। রবিবারই কয়লা কাণ্ডে নোটিস দেওয়া হয় মেনকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। সোমবার রুজিরা সিবিআইয়ের নোটিসের জবাবও দিয়েছেন।
মঙ্গলবারই সিবিআইয়ের তদন্তকারীদের সঙ্গে দেখা করবেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সোমবার সিবিআই-কে ইমেল পাঠিয়ে তিনি এমনই জানিয়েছেন বলে সংস্থা সূত্রের খবর। ওই চিঠিতে রুজিরা লিখেছেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ৩টের মধ্যে সিবিআইয়ের তদন্তকারী দল তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে কথা বলতে পারে।
মঙ্গলবার সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। তার আগে তাঁর বোনকে জিজ্ঞাসাবাদ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একটি সূত্রের খবর, রুজিরা এবং মেনকাকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও রয়েছে।