কলকাতা, ১ মার্চ: বাম-কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চায় অব্যাহত আসন জট। সোমবার প্রায় চার ঘণ্টা আলোচনার পরও সম্পূর্ণ হলা আসন রফা। মূল সমস্যা যে আব্বাস সিদ্দিকির ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ (আইএসএফ), সেটাই এদিনের বৈঠকে ঘুরে ফিরে এল।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘৯০ শতাংশ আসনে সমঝোতা চূড়ান্ত। দু’এক দিনের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।’ এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও বলেন, ‘মঙ্গলবার নয়, কিন্তু প্রথম দফা ভোটের আগেই সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে।’
কিন্তু ব্রিগেডে রবিবার মিলিত শক্তি প্রদর্শনের পরেও যে এই জোটে আইএসএফ ক্রমশ অস্বস্তির কারণ হয়ে উঠছে তা এদিন স্পষ্ট। ব্রিগেডে রবিবার দ্রুত আসন সমঝোতা চেয়ে কংগ্রেসের উপর চাপ দিয়েছিলেন আইএসএফ এর পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি। সে প্রসঙ্গে এদিন বিমান বসু বলেন, ‘জোটে থাকতে হলে একই সুরে কথা বলতে হয়। এই উপলব্ধি নিশ্চই আইএসএফ-এর হবে। আব্বাসের বক্তব্যকে সমর্থন করে না বামেরা। আসন রফা দীর্ঘ আলোচনা ও মাথার কাজ, মাথায় কম্পিউটার বসানো নেই যে ঝটপট হয়ে যাবে।’
সোমবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, মালদা, মুর্শিদাবাদে আইএসএফকে কোনও আসন ছাড়া হবে না। যার প্রেক্ষিতে নাম না করে আব্বাস বলেন, কংগ্রেসের এক নেতা মোদি ও মমতার সঙ্গে যোগাযোগ রাখছেন। ভোটের পর উঁচু পদ পেলে তৃণমূলকে সমর্থন করবেন তিনি। আর এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, ‘আমরা বামেদের থেকে ১৩০টা মতো চেয়েছিলাম। কুড়িয়ে বাড়িয়ে ৯২ টা পেয়েছি। সবটা পাইনি। আমরা ৯২ আসনেই লড়ব। তবে এখনই প্রার্থী ঘোষণা নয়। বাকি আসন থেকে জোটে অন্য কেউ এলে তাদের দেওয়া যেতে পারে।’ নিজেদের প্রাপ্ত ৯২টি আসন থেকে যে আব্বাসকে একটি আসনও কংগ্রেস ছাড়বে না, তা কার্যত এদিন বুঝিয়ে দিয়েছেন অধীর।