কলকাতা টুডে ব্যুরো: ৭ মার্চ ব্রিগেডে মোদীর মেগা সভায় ফোকাস বিজেপির। তাই মঙ্গল-বুধে অমিত শাহের বঙ্গ সফর স্থগিত রেখেছে গেরুয়া শিবির। কিন্তু ভোটের মুখে আজ মঙ্গলবার নির্বাচনী প্রচারে রাজ্যে থাকছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মালদহের গাজোলে সভা করবেন তিনি। তার আগে এদিন সকালে ট্যুইট করেন যোগী। লেখেন, ‘নমস্কার বাংলা। সনাতন সংস্কৃতির পীঠে আসার সৌভাগ্য হবে আমার। বন্দেমাতরম মন্ত্রে দীক্ষিত বীরভূমিকে আমার প্রণাম। এই মন্ত্রে দেশে জাগরিত হয়েছিল রাষ্ট্রীয় চেতনা। জয় শ্রী রাম।’
নবান্ন দখলের লড়াইয়ে যে সব জেলাকে রাজ্য বিজেপি বেশি গুরুত্ব দিচ্ছেন, তার অন্যতম মালদহ। কদিন আগেই মালদহের সাহাপুরে কৃষকদের নিয়ে ‘সহভোজ’ কর্মসূচিতে যোগ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একই দিনে ইংরেজবাজারে একটি রোড-শো করেছেন তিনি।
খুব অল্প সময়ের ব্যবধানে এ বার মালদহে আসছেন যোগী। গাজোলের কলেজ মাঠে হবে সমাবেশ। সেই সঙ্গে উত্তরবঙ্গের ‘পরিবর্তন যাত্রা’ শেষ হবে যোগীর হাতেই। বিজেপি সূত্রে খবর, শুধুমাত্র একটি জনসভা ছাড়া তেমন কোনও কর্মসূচি নেই যোগীর।
ইতিমধ্যেই সেই সভা ঘিরে বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তৎপরতা তুঙ্গে। সভাস্থল ভরানোর জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের আনার তোড়জোড় তুঙ্গে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিনের সভাতেই ফের একবার দলবদল হতে পারে। তৃণমূলের নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এদিন বিজেপিতে যোগ দিতে পারেন বলে জোরদার জল্পনা ছড়িয়েছে।