Home সংবাদসিটি টকস আগুনে দাউদাউ করে জ্বলছে বাড়ি, সেখানে লিফট চলে কী করে! এফআইআর থানায়

আগুনে দাউদাউ করে জ্বলছে বাড়ি, সেখানে লিফট চলে কী করে! এফআইআর থানায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বিধ্বংসী আগুন লেগেছে ১৪ তলায়। দাউদাউ করে জ্বলছে উপরের তলাগুলো। অথচ এমন একটা পরিস্থিতিতে বিল্ডিংয়ের লিফট চালু ছিল কেন? আর সেই লিফটে চেপে আগুনের উৎস খুঁজতে একেবারে ১৪ তলাতেই গেলেনই বা কেন দমকলকর্মীরা? এতটাই প্রশিক্ষণের অভাব ছিল, নাকি তাড়াহুড়োতে অসতর্কতায় এই ভুল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

স্ট্র্যান্ড রোডের পূর্ব রেল দফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানা।

জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ (গাফিলতি) এবং দমকল আইনের ১১জে ও ১১এল ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রেলের তরফে চার সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গড়ে তদন্ত শুরু হয়েছে। লালবাজার, দমকলের তরফেও চলছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত।

Related Articles

Leave a Comment