Home সংবাদবর্তমান ঘটনা পুজোর ১১ দিন রাতেও ঠাকুর দেখা যাবে, বিধি-নিষেধে ছাড় দিল রাজ্য সরকার

পুজোর ১১ দিন রাতেও ঠাকুর দেখা যাবে, বিধি-নিষেধে ছাড় দিল রাজ্য সরকার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: দুর্গাপুজো এবং উৎসবের মরশুম  উপলক্ষে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নাইট কারফিউ থাকছে না৷ এ দিন বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করে দিল রাজ্য প্রশাসন৷
রাজ্যে করোনা অতিমারি নিয়ন্ত্রণে বিধিনিষেধ ৩০অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করল রাজ্য সরকার৷ শুধুমাত্র ১০ থেকে ২০ অক্টোবর রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সাধারণ মানুষ এবং যানবাহনের চলাফেরায় কোনও বাধা থাকছে না৷
কোভিড নিয়ন্ত্রণে রাজ্যে বিধিনিষেধ চলছে। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও লোকাল ট্রেন। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পুজোর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই বিজ্ঞপ্তিতে লোকাল ট্রেন নিয়ে কোনও উল্লেখ নেই। ফলে ট্রেন চলাচল অক্টোবর মাসেও বন্ধই থাকছে।
Topics
Durga Puja  Celebration  State Government Local Train  BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment