Home ভিডিও কলকাতার কলুটোলা স্ট্রিটের একটি বহুতলে আগুন

কলকাতার কলুটোলা স্ট্রিটের একটি বহুতলে আগুন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সপ্তাহের প্রথম দিন আবারও মনে করিয়ে দিলো বাগরি মার্কেটের সেই ভয়ঙ্কর স্মৃতি । সোমবার আগুন লাগে কলুটোলা স্ট্রিটে ৬ তলা একটি বিল্ডিংয়ে। আতঙ্ক ছড়িয়ে পরে এলাকার এলাকার মানুষজনের ও ব্যবসায়ীদের মধ্যে। সকাল ১১টা নাগাদ এই আগুন লাগে বলে জানা যাচ্ছে। কালো ধোঁয়া গোটা এলাকায় ছড়িয়ে পরে । ঘটনাস্থলে পৌছেছে দমকলের ৮ টি ইঞ্জিন । যদিও এখনো পর্যন্ত কোনো হতাহত বা আটকে থাকার খবর নেই।তবে ঘিঞ্জি এলাকা থাকায় দমকল বাড়িটির কাছে যেতে কিছুটা অসুবিধে হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন এবং সমস্ত জায়গাটিকে ব্যারিকেড করে রাখা হয়েছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশ প্রশাসন এবং দমকলের আধিকারিকরা নজর রাখছেন।
Topics
Kolutala Street  Fire  Fire Brigade  Administration  Kolkata

Related Articles

Leave a Comment