কলকাতা টুডে ব্যুরো: একের পর এক পুজো উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অব্যাহত থাকল চতুর্থ দিনও। এদিনও শহরের একাধিক পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুজো উদ্বোধন নিয়ে চতুর্থ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া পেজে লিখলেন,”বাংলা উঠেছে জেগে আগমনী গানে,
উৎসবের খুশি ছড়িয়ে পড়ুক বিশ্বভুবনে।
জগন্মোহিনী মহামায়ার অধিষ্ঠান প্রতিটি বাঙালির হৃদয়ে। মা দুর্গার অরুণরাঙা চরণ স্পর্শে পুণ্য হোক ধরা। মাতৃ আরাধনার মঙ্গলশঙ্খ বেজে উঠুক উৎসব অঙ্গনে। ধুয়ে যাক মনের কোণের সব মলিনতা, জগৎজুড়ে নামুক আনন্দধারা। আগামী দিনগুলিতে সবার জীবনে লাগুক সুখ ও সমৃদ্ধির স্পর্শ। বাংলায় অক্ষুণ্ণ থাকুক শান্তি ও মৈত্রীর বাতাবরণ, সুদৃঢ় হোক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন। আজ ভবানীপুর শীতলা মন্দির, আলিপুর সার্বজনীন, কোলাহল, চেতলা, ২২ পল্লী, বকুলবাগান, প্রিয়নাথ মল্লিক, অবসর, গোলমাঠ, বাটাম ক্লাব, পদ্মপুকুর, চক্রবেড়িয়া, ভবানীপুর ৭৫ পল্লী, ভবানীপুর ৭৬ পল্লী ও স্বাধীন সংঘ সহ আরও অনেকগুলি দুর্গাপুজোর শুভ উদ্বোধনের কয়েকটি উজ্জ্বল মুহূর্ত।”
Topics
Durga Puja Celebration Mamata Banerjee Administration Kolkata