কলকাতা টুডে ব্যুরো: করোনা মোকাবিলায় প্রথম থেকেই রাজ্য ব্যর্থ। তৃণমূল সরকারের দিকে এই ভাবেই আঙুল তুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন,” অচলাবস্থা কাম্য নয়। সরকারই উৎসবের সরকার। দুর্গাপূজা অনিয়ন্ত্রিতভাবে হয়েছে। বড়দিন থেকে গঙ্গাসাগর দেখে মনে হয়নি, এরা কোভিড মোকাবিলা নিয়ে কিছু ভাবছে। ”
আরও পড়ুনঃ বর্ষবরণে মহানগরকে মুড়িয়ে ফেলা হল নিরাপত্তার চাদরে
সামনেই রাজ্যে পুরভোট সে প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানালেন ,”আমরা শাসক নই। আমরা বললে সরকার শুনবে না। সামনে ভোট,এই পরিস্থিতিতে কিভাবে ভোট হবে৷”
আরও পড়ুনঃ করোনার জের ,কলকাতা হাইকোর্টের সব মামলার শুনানি ভার্চুয়াল
করোনার জেরে রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচি বাতিল করেছে। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে শমিক বলেন,” সরকার বুঝতে পারছে, পরিস্থিতি জটিল। দুয়ারে সরকার বাতিল দেখে বোঝা যাচ্ছে। আদৌ এটাই সঠিক পরিসংখ্যান কী! ”
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সুব্রত বক্সী মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন,”নিজের দলের বিরুদ্ধেই বলেছেন। তার দল, প্রধানমন্ত্রী, বিএসএফের সমালোচনা করেন। তাই সুব্রত বক্সি ভুল বুঝে নিজেদের সমালোচনা করছেন। ”
আরও পড়ুনঃ ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি,উধাও হতে পারে শীত
এজিকে তলবের প্রসঙ্গে বলেন,” রাজ্যপাল ডাকতেই পারেন৷ কী কথা হবে। তারা জানেন। তবে আমরা দেখেছি এজি আদালতে মিথ্যা তথ্য দিয়েছেন। পরেরদিন শুধরে নেন। ”
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দলে টিআরপি বাড়াতেই। কদর্য ভাষায় আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য । তিনি বলেন,”গোষ্ঠী দ্বন্দ্ব রুখতে নানান সময়ে তৃণমূল নানা উদ্যোগ নিয়েছে। ভোট পিছোতেও দেখা গেছে। তৃণমূলে এই সংস্কৃতি দীর্ঘদিনের। ”
এই সাংবাদিক সম্মেলনে ভাষণ নিয়ে তৃণমূল সরকার কে আক্রমণ করেন শমীক। তিনি বলেন,” এত দিন তৃণমূল মিথ্যাচার করেছে, এই রেশন রাজ্য দিচ্ছে। কেন্দ্রীয় নির্দেশিকায় বোঝা গেল প্রকৃত তথ্য কী। এখন অতিমারী আবহে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, মানুষ কিভাবে পরিষেবা পাবেন। ”
Topics
Samik Bhattcharya BJP TMC Administration kolkata