কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে গত ২৪ দিনে ৬ হাজারেরই উপরে করোনার সংক্রমণ । রাজ্যে একদিনে ৬ হাজার ৭৮ জন করোনা আক্রান্ত, ১৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে ২৮০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা । সেখানে একদিনে ১ হাজার ৫৭ জন সংক্রমিত হয়েছেন। ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, ২ জনের মৃত্যুর খবর এসেছে। গতকালের চেয়ে বাড়ল মৃত্যু। রাজ্য স্বাস্থ্য় দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনেক।
আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস
তবে রবিবার বহু পরীক্ষাগার বন্ধ থাকায় নমুনা পরীক্ষাও হয়েছে অনেক কম। যার ফলে প্রায় ২০ শতাংশের কাছে পৌঁছেছে সংক্রমণের হার।
এদিন রাজ্যে সুস্থ হয়েছে ২,৯১৭ জন। অ্যাক্টিভ কেস বেড়েছে ৩,১৪৮টি। ফলে রাজ্যে ২০ হাজার পার করেছে করোনার অ্যাক্টিভ কেস। এদিন রাজ্যে সুস্থতার হার কমে হয়েছে ৯৭.৫৮ শতাংশ।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata