কলকাতা টুডে ব্যুরো: করোনা সংক্রমণে রেকর্ড গড়ল কলকাতা।পজিটিভিটি রেটেও শীর্ষে তিলোত্তমা।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। পজিটিভিটি রেটে বুধবারও শীর্ষে কলকাতা। বুধবার শহরে পজিটিভিটি রেট ৩৭.৫৪ শতাংশ। রাজ্যে করোনা আক্রান্ত ১৪ হাজার পার হয়েছে।
আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। করোনা হানায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৮২ হাজার ৫৫১ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন।
আরও পড়ুন : করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা
করোনা আবহে স্থগিত হয়ে গেল ২৭তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব । আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত হয়েছেন আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় রাজ চক্রবর্তীর। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় উৎসব আপাতত স্থগিত রাখার।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata