কলকাতা টুডে ব্যুরো: বাড়ছে করোনা। প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন। যাঁদের মধ্যে ৭ হাজার ৪৮৪ জন কলকাতার বাসিন্দা। দৈনিক আক্রান্তের নিরিখে এটা সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৩, ১১৮)। তৃতীয় স্থানে থাকা হাওড়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬০ জন। আর চিন্তা বাড়িয়ে হাজারের গন্ডি পার করল পশ্চিম বর্ধমানও ( ১,০৪৩)। সবমিলিয়ে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ লক্ষ ১১ হাজার ৯৫৭ জন।
আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলার কোভিড বিধি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন শমীক ভট্টাচার্য
রাজ্যে সুস্থ রোগীর সংখ্যা ১৬, ৪০,৭০৯। সুস্থতার হার ৯৫.৮৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৯,১৫৮ টি নমুনা পরীক্ষার মধ্যে ২৬.৩৪ শতাংশ রিপোর্টই পজিটিভ। বৃহস্পতিবারও যা ছিল ২৪ শতাংশের আশপাশে। করোনার তৃতীয় ঢেউয়ে ক্রমাগত ঊর্ধমুখী রাজ্যের গ্রাফ।
আরও পড়ুনঃ অবশেষে হাইকোর্ট থেকে অনুমতি মিলল গঙ্গাসাগর মেলা আয়োজনের
২০২২ সাল শুরু হতে না হতেই প্রথম সপ্তাহেই এক লাফে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক লাখের গণ্ডি পেরিয়ে গিয়েছে। দেশে নতুন করে যত জন করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে মহারাষ্ট্র, বাংলা, দিল্লি, তামিলনাড়ু, কর্নাটক— এই ৫টি রাজ্য থেকেই ৬৭.২৯ শতাংশ নতুন কেস নথিভুক্ত হয়েছে।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata