কলকাতা টুডে ব্যুরো: পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডে নির্বাচনের দিন ঘোষণা। ৫ রাজ্যে ৬৯০ আসনে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ।উত্তরপ্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১৪ মে। গোয়া, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং মণিপুর বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ১৫ মার্চ, ২৩ মার্চ, ২৩ মার্চ এবং ১৯ মার্চ।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো
ভোটের সঙ্গে যুক্ত প্রতি ব্যক্তিকে টিকার দুটো ডোজ নিতেই হবে। যাঁরা বুস্টার ডোজ নেওয়া মতো হবেন তাঁদের সেটা প্রয়োজন বুঝে দেওয়া হবে বলে জানাল নির্বাচন কমিশন।অতিমারির কারণে ৫ রাজ্যেই ১ ঘণ্টা করে বাড়ছে ভোটের সময় বলেও জানাল নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ কনসালটেন্ট নিয়োগ নিয়ে টুইট করে ফের মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের
অতিমারির কথা মাথায় রেখে বাড়ছে পোলিং স্টেশনের সংখ্যা। গতবারের তুলনার ১৬ শতাংশ পোলিং স্টেশন বেড়েছে। ১৫০০ বদলে পোলিং স্টেশন প্রতি ১২৫০ জন করে ভোটার থাকবে।সামাজিক দূরত্ব বজায় রাখতে অনলাইনে মনোনয়ন মজা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
Topics
Election Commission Uttar Pradesh Uttarakhand Punjab Goa Manipur Administration Kolkata