কলকাতা টুডে ব্যুরো: করোনায় আক্রান্ত হলেন বলিউডের তারকা গায়ক অরিজিৎ সিং । অরিজিতের সঙ্গে তাঁর স্ত্রীও কোভিডে আক্রান্ত হয়েছেন। অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী এখন বাড়িতে নিভৃতবাসে আছেন।
শনিবার সন্ধেয় ফেসবুকে অরিজিৎ লেখেন, তিনি করোনা আক্রান্ত। তাঁর স্ত্রীও কোভিড পজিটিভ। শরীরে মৃদু উপসর্গ রয়েছে। তবে তাঁদের শারীরিক কোনও অসুবিধা নেই। তাই বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তাঁরা। অরিজিৎ পোস্ট দিতেই, চিন্তা প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। তাঁর ও স্ত্রীর সুস্থতা কামনা করেছেন বহু অনুরাগী।
আরও পড়ুনঃ ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির
বছরই করোনায় মাকে হারিয়েছেন অরিজিৎ। করোনা মুক্ত হওয়ার পরও তিনি অসুস্থ ছিলেন। একাধিক কো-মর্বিডিটি থাকায় একমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু শেষপর্যন্ত লড়াইয়া জেতা যায়নি। গত বছর প্রয়াত হন অরিজিৎ সিংয়ের মা।