কলকাতা টুডে ব্যুরো: বলা হয় বিশ্বাস ও ভক্তির মেলবন্ধন গঙ্গাসাগর মেলা। আর সেই কারণেই হয়তো সাধু, সন্ত, সন্ন্যাসী বা সাধারণ মানুষ ভিড় করেন গঙ্গাসাগরে। কিন্তু এই কোভিড পরিবেশে মেলা হলে সংক্রমণের ঝুঁকি থাকে। তার উপর প্রশ্ন ওঠে, কতটা সচেতন পুণ্যার্থীরা?
আরও পড়ুনঃ ’কোভিড পরিস্থীতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত,’-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
সামনেই করোনা পরিস্থিতির মধ্যে হচ্ছে গঙ্গাসাগর মেলা। বাবুঘাটে জমায়েত হয়েছে কয়েকশো সাধু। রাজ্য সরকার প্রত্যেকদিনই সাধুদের সচেতন করার জন্য মাক্স স্যানিটাইজার বিতরণ করছে। এবার রাজ্য সরকারের সাথে একটি স্বেচ্ছাসেবী সংগঠন we together we can foundation এর তরফ থেকে আজ ১৭০ জন সাধু বাবুঘাট অঞ্চলে যারা এসেছে তাদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ফেস শিল্ড, ও করোনা নিয়ে সচেতন করা হলো। এই সংস্থার সদস্য অনীশ দাস গুপ্ত জানান গঙ্গাসাগর মেলা যতোদিন চলবে তারা ততদিন এই বাবুঘাটে আশ্রয় নেওয়া সমস্ত সাধুদের করোনা নিয়ে সচেতন করবেন পাশাপাশি ম্যাক্স হ্যান্ড স্যানিটাইজার এবং ফেসশিল্ড দিয়ে যাবেন।
আরও পড়ুনঃ ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির
আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। ওই দিন গঙ্গাসাগরে ডুব দেওয়ার জন্য এখন থেকেই যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। প্রতি বছরের মতো এ বছরও পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে বাবুঘাট এলাকায়। অস্থায়ী তাঁবু করে রয়েছেন তাঁরা।
Topics
Gangasagar Mela Covid19 Vaccine Health Kolkata