কলকাতা টুডে ব্যুরো: “যেভাবে সরকার চাইছে, আজ আদালত এই গঙ্গাসাগর মেলাকে সেইভাবে অনুমতি দিল। আমার মনে হয়, আদালত পুনর্বিবেচনা করবে। এই সরকার তো খেলা-মেলার সরকার। তারা চাইবেই যে খেলা হোক, মেলা হোক। নির্বাচনকে নিয়ে তামাশা তৈরি হয়েছে। প্রচার অনলাইনে করতে বলা হচ্ছে। নির্বাচন মানুষের জন্য, মানুষ নির্বাচনের জন্য জন্ম নেয়নি”, কোভিড আবহে গঙ্গাসাগর মেলা এবং পুরভোট প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান
আদালতে গঙ্গাসাগর মেলার তিন সদস্যের কমিটিতে শুভেন্দু অধিকারীর নাম থাকায় তীব্র আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার । রাজনৈতিক ব্যক্তিত্ব কেন থাকবে আদালত গঠিত কমিটিতে এই নিয়ে সরব হয় রাজ্য ৷ ফলে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে নতুন কমিটি গড়া হয় ৷ আর এই ঘটনাতেই ক্ষোভ প্রকাশ করেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
আরও পড়ুনঃ গঙ্গাসাগর নিয়ে কমিটি থেকে বাদ পড়লেন শুভেন্দু অধিকারী
ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় চালু হল ‘ডক্টর্স অন হুইল’ । ঠাকুরপুকুর-মহেশতলা ব্লক ও মহেশতলা মাতৃসদন থেকে চালু হল পরিষেবা। ভ্রাম্যমান গাড়িতে রয়েছেন চিকিৎসক, করোনা পরীক্ষার ব্যবস্থা।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান
সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে ‘ডক্টর্স অন হুইল’ থেকে। এই উদ্যোগকে কার্যত কটাক্ষ করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এগুলি স্ববিরোধিতা আর দ্বিচারিতা। ডায়মন্ড হারবারে অনেক স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমিত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একদিনের জন্য পরীক্ষা বন্ধ রাখতে হয়েছিল। আগে সেগুলো দেখুন, পড়ে এসব হবে।”
Topics
Samik Bhattcharya BJP TMC Administration Kolkata