কলকাতা টুডে ব্যুরো: করোনা ঠেকাতে ডায়মন্ড হারবারে ‘ডক্টর অন হুইলস’ পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর নির্দেশ মতোই মঙ্গলবার থেকে ডায়মন্ড হারবারে চালু হল ‘ডক্টরস অন হুইলস’ । অর্থাৎ করোনা রোগীদের চিকিৎসার জন্য এবার দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে যাবেন চিকিৎসকদের দল ।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান
মঙ্গলবার থেকে সম্পূর্ণ ডায়মন্ডহারবার কেন্দ্র জুড়ে শুরু হল এই পরিষেবা। সেই মতই ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনামুখীতে এবং মহেশতলা পৌরসভার মাতৃ সদন থেকে চালু করা হলো এই পরিষেবা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, সমিতির সভাপতি বিপ্লব মন্ডল, আলিপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।
ভ্রাম্যমান এই গাড়িতেই থাকছে কোভিড টেস্ট সহ অন্যান্য শারীরিক পরীক্ষার ব্যবস্থা। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের প্রত্যন্ত গ্রামের মানুষেরা অভিজ্ঞ ডাক্তার দ্বারা এই চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata