Home ভিডিও উত্তরাখণ্ড পারলেও পশ্চিমবঙ্গ পারে না,’ গঙ্গাসাগর নিয়ে মমতা সরকারকে কটাক্ষ সুজন চক্রবর্তীর

উত্তরাখণ্ড পারলেও পশ্চিমবঙ্গ পারে না,’ গঙ্গাসাগর নিয়ে মমতা সরকারকে কটাক্ষ সুজন চক্রবর্তীর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “জায়গায় জায়গায় বাজার বন্ধ আর মেলা হচ্ছে। এই পরিস্থিতিতে কীভাবে গঙ্গাসাগর মেলা হচ্ছে? স্বামী বিবেকানন্দকে নিয়েও রাজনীতি হচ্ছে। তৃণমূল-বিজেপি, দুই দলই রাজনীতি করছে।”

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান

সুজন চক্রবর্তী এদিন সাংবাদিক সম্মেলন করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন। তিনি বলেন,” এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আবারো গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে ছুটলেন।”

আরও পড়ুনঃ রাজ্যপালের ডাকা বৈঠক বয়কট মুখ্যসচিব-ডিজিপির, অভিনব কায়দায় টুইট করে সরব রাজ্যপাল

বর্তমান করোনা মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, “যে সতর্কতা নেওয়া দরকার, তা আমরা নিচ্ছি না ৷ সর্বনাশ করছি ৷ গঙ্গাসাগর মেলা বিপজ্জনক ৷ এতে সংক্রমণ বাড়বে ৷ বিশেষজ্ঞদের মত এটা সুপার স্প্রেডার ৷ তাও রাজ্য সরকার গঙ্গাসাগর মেলা করবেই ৷” এ নিয়ে তিনি জানান, ওডিশাতে মকর সংক্রান্তির স্নান বন্ধ, পোঙ্গল উৎসব বন্ধ ৷ বিজেপি শাসিত উত্তরাখণ্ডের হরিদ্বারে মকর সংক্রান্তি স্নানেও নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে সেই ভিড় চলবে ৷ ওডিশা, এমনকি বিজেপি শাসিত উত্তরাখণ্ড পারলেও পশ্চিমবঙ্গ পারে না ৷

Topics

Gangasagar Mela Devotees  Sujan Chakraborty  Covid19 Health  Kolkata

Related Articles

Leave a Comment