কলকাতা টুডে ব্যুরো: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২২,১৫৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২১,০৯৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পজিটিভিটি রেট ৩০.৮৬ শতাংশ। একদিন আগে এই হার ছিল ৩২.৩৫ শতাংশ।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে কলকাতায় করোনা পজিটিভিটি রেট দেশের মধ্য়ে শীর্ষে। মুম্বইয়ে পজিটিভিটি রেট যেখানে ২৬.৯ শতাংশ সেখানে কলকাতায় এই হার ৬০.২৯ শতাংশ। আর বাংলায় সংক্রমণের হার ৩২.৩৫ শতাংশ। ফলে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে বাংলার।
আরও পড়ুনঃ উত্তরাখণ্ড পারলেও পশ্চিমবঙ্গ পারে না,’ গঙ্গাসাগর নিয়ে মমতা সরকারকে কটাক্ষ সুজন চক্রবর্তীর
এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। ৮ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়, ৭ জনের কলকাতায়। উত্তরবঙ্গেহ এদিন করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ১ জনের মৃত্যু হয়েছে শিলিগুড়িতে। ২ জনের উত্তর দিনাজপুরে। রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৯,৯৫৯।
আরও পড়ুনঃ স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী-মেয়র
এদিন সুস্থ হয়েছেন ৮,১১৭ জন। অ্যাক্টিভ কেস বেড়েছে ১৪,০১৫টি। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস হয়েছে ১,১৬,২৫১। রাজ্যে সুস্থতার হার কমে হয়েছে ৯২.৫১ শতাংশ।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata