Home সংবাদসিটি টকস ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে পুরভোটের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলল হাইকোর্ট

৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে পুরভোটের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলল হাইকোর্ট

by Kolkata Today

৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে পুরভোটের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। হাইকোর্টের রায় অনুযায়ী কমিশন যাতে ৪ থেকে ৬ সপ্তাহ ভোট পিছোতে পারে তা না কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। বিগত কয়েকদিন ধরে কোভিড-এ আক্রান্তের সংখ্যা বেড়েছে অনেক এবং এর মাত্রা বাংলায় প্রথম তাই বর্তমান পরিস্থিতি ও পরিসংখ্যান নিয়ে সমস্ত তথ্য কমিশনে জমা দিতে হবে। সেই তথ্য খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে। ঘোষিত দিনে ব্যবস্থা হাতের বাইরে বেরলেও ভোটের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। 

আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগরে পুরভোট।সমাজকর্মী বিমল ভট্টাচার্য বর্তমান করোনা পরিস্থিতির কারণে রাজ্যের আসন্ন এই ৫ পুরসভার ভোট পেছনোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন । শুক্রবার ওই মামলার রায় দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আরও পরুনঃরাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২৩,৪৬৭,কলকাতায় আক্রান্ত ৬,৭৬৮

এই মামলার রায়ে আদালত জানিয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুরভোট ৪ কিংবা ৬ সপ্তাহ  পিছনো যেতে পারে,। এমনকী কমিশনকে নিজেদের সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে মামলকারীদের জানাতেও নির্দেশ দিয়েছে আদালত। 

 

Related Articles

Leave a Comment