কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৯,০৬৪ জন।দৈনিক সংক্রমণ হার ছিল ২৯.৫২ শতাংশ।৬৪,৫৭২টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুনঃপশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত
শুক্রবার কলকাতায় ৪,৮৩১ জনের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনায় ১,৪৯৬, দক্ষিণ ২৪ পরগনায় ১,২৮২, হাওড়ায় ১,০০৩, হুগলিতে ১,০৭২ জনের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে। দার্জিলিংয়ে সংক্রমণ ৪৭৬, মালদায় ৭৫৩। রাজ্যে মোট সংক্রমণ বেড়ে হয়েছে ১৮.৮২ লক্ষ।
আরও পড়ুনঃ বিক্ষুব্ধ’দের নিয়ে বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর
গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৯,১৩২ জন। অ্যাক্টিভ কেস বেড়েছে ৯,৮৯৩টি। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস হয়েছে ১.৫৫ লক্ষ। এদিন রাজ্যে সুস্থতার হার কমে হয়েছে ৯০.৬৮ শতাংশ।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata