Home সংবাদ তিন দিনের জন্য গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তিন দিনের জন্য গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডৈ ব্যুরো: ৩ দিনের সফরে আজ গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজই তৃণমূলের প্রথম দফার প্রার্থীতালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃপশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত

ইতিমধ্যে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোটের ঘোষণা করেছে তৃণমূল । গোয়ার বিধানসভা নির্বাচন একদফায়, ১৪ ফেব্রুয়ারি। ৪০ আসনের এই বিধানসভায় প্রাথমিকভাবে ৩০ আসনে লড়তে চলেছে তৃণমূল।

আরও পড়ুনঃ সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা

এদিকে অভিষেকের সফরের আগেই তৃণমূল ছাড়লেন একমাস আগে কংগ্রেস থেকে ঘাসফুলে যোগ দেওয়া অ্যালেক্সিয়ো রেজিনাল্ডো। সূত্রের খবর, তিনি কংগ্রেসে ফিরছেন। এই পরিস্থিতিতে এবার গোয়ায় যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এনসিপি, আম আদমি পার্টি বা কংগ্রেসের সঙ্গে আদৌ জোট হবে কিনা তা অভিষেকের এই সফরেও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Topics

Goa  Abhishek Banerjee  BJP TMC Administration  Kolkata

Related Articles

Leave a Comment