কলকাতা টুডে ব্যুরো: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৯৫ জন। অর্থাৎ মাঝে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর আক্রান্তের সংখ্যা এই প্রথম দশ হাজারের নিচে নামল। কিন্তু ওই ২৪ ঘণ্টাতেই মৃতের সংখ্যা ৩৩।
আরও পড়ুনঃ তিন দিনের জন্য গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
সোমবার করোনার নমুনা পরীক্ষার শংখ্যা ছিল বিগত কয়েক দিনে সব থেকে কম।রবিবার নমুনা পরীক্ষার সংখ্যা ছিল প্রায় ৫৪ হাজার। সেই জায়গায় সোমবার তা কমে হয়েছে সাড়ে ৩৫ হাজারের মতো। অর্থাৎ পরীক্ষার সংখ্যা প্রায় ২০ হাজারের মতো কম।
এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ২৬ শতাংশ।রাজ্যে দৈনিক মৃত্যু শীর্ষে উঃ ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা । কলকাতায় একদিনে করোনায় ৭জনের মৃত্যু। কলকাতায় একদিনে ১ হাজার ৮৭৯জন করোনা আক্রান্ত। উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ১১জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ১ হাজার ৮৬৩জন সংক্রমিত। রাজ্যে দৈনিক করোনা টেস্ট কমল ১৮ হাজার। হাওড়ায় একদিনে ৪৭৯জন করোনা আক্রান্ত, ৫জনের মৃত্যু।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata