Home ভিডিও নেতাজির জীবনের মন্ত্র

নেতাজির জীবনের মন্ত্র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ভারতের সবচেয়ে দক্ষ সৈনিক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। অনেকেই বিশ্বাস করেন যে তিনি একটি বিমান দুর্ঘটনায় মারা জান। কিছু লোক বলেন তিনি ওই বিমানে ছিলেনই না আবার কিছু লোক বলেন যে তিনি ওই বিমানের দুর্ঘটনাতেই মারা যান। আজকে সুভাষচন্দ্রের ১২৫ তম জন্মদিনে আমরা কোন তত্ত্বটি আলোচনা করব না কারণ আমরা বিশ্বাস করি এই রকম একজন মহান ব্যক্তি একজন মহান সৈনিক কোনদিন মরতে পারেন না ।

সুভাষচন্দ্র বোস কোন একটি ব্যক্তির নাম নয়, এটি একটি মতবাদের নাম । এটা তার সাহস তার তার নেতৃত্বে ক্ষমতা তার যুদ্ধনীতির ক্ষমতা যা তাকে অমর করে ।

নেতাজি ছেলেবেলা থেকেই খুবই বুদ্ধিমান ছিলেন তিনি ICS পরীক্ষায় প্রথম হয়েছিলেন তবে এই পরীক্ষায় প্রথম হওয়াটাই তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়না। স্বাধীনতার জন্য লড়াই এর সময়ও তিনি কখনোই তার লড়াই কে শুধুমাত্র বন্দুকের সাহায্যেই জেতার চেষ্টা করেননি। বরং তার যুদ্ধনীতি এবং দূরদর্শিতার সাহায্যেই তিনি লড়াই জেতার চেষ্টা করতেন।

স্বাধীনতার প্রাক্কালে দুটি মত ভারতবর্ষে বর্তমান ছিল।

১ গান্ধীবাদ যা অহিংসা শান্তি প্রদর্শনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল

আর ২য় ছিল বিপ্লবী আন্দোলন, যা চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং এর মতো বিপ্লবীরা এগিয়ে নিয়ে যাচ্ছিল।

সুভাষচন্দ্র বোস এই দুই ধরনের আন্দোলনের সাথেই যুক্ত ছিলেন। এবং এই দুই নীতিকেই তিনি খুব কাছ থেকে দেখেন। এবং সব কিছু যুক্তি দিয়ে পরখ করে তিনি এটি তৃতীয় রাস্তা বেছে নেন। তিনি এই স্বাধীনতার লড়াই কে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছিলেন। তিনি খুবই স্ট্র্যাটেজিক্যালিএবং দূরদর্শীতার সাথে সমস্ত কিছুর পরিকল্পনা করেন । এটা না ছিল মডান যুগের যুদ্ধ আর না ছিল পুরনো যুগের গরিলা ওয়ারফেয়ার। তিনি বিশ্ব পলিটিক্স কে ভালোভাবে বড় করেন এবং জাপান এবং জার্মানির মতো শক্তিশালী দেশ কে ভারতের স্বাধীনতা নিয়ে আসার জন্য সাহায্যের হাত বাড়াতে রাজি করান।

দেশের বাইরে নতুন করে যুদ্ধে জন্য দল গঠন করা এবং সেই দলকে স্বাধীনতার যুদ্ধের জন্য তৈরি করা খুব একটা সহজ ছিল না। আর ওনার বুদ্ধিমত্তার পরিচয় নয় নাই দিলাম আমরা সকলেই তার ICS টপ করার কথা এবং গৃহবন্দি অবস্থায় জিয়াউদ্দিন নাম নিয়ে দেশ ছাড়ার কথা জানি।

এরপর যদি আমরা সাহসের কথা বলি তাহলে এই কথাটা সবার আগে বলা দরকার যে নেতাজি যে সময় বিপ্লবী হবেন বলে স্থির করেন সেই সময় ইংরেজ শাসন কালে বিপ্লবী হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ বলে গণ্য করা হতো। যার জেরেই তার বিপ্লবী হওয়ার শুরুর দিকেই তাকে বহুবার জেলে বন্দী থাকতে হয়েছে ।

কিন্তু জেলের কালো দেঅয়াল তার মনের মধ্যে দেশের প্রতি ভালোবাসারকে নিভতে দেয়নি। সুভাষচন্দ্র বসু যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এত বড় স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন দেখাটাই অনেক বড় ব্যাপার ছিল।

যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা ভারতীয়দের মিত্রশক্তির হয়ে যুদ্ধে পাঠাচ্ছিলেন সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস একটি অক্ষশক্তির দেশ জার্মানি ও জাপানের সাথে হাত মিলিয়ে স্বাধীনতার জন্য দল গঠন করেছিলেন । এটা ভাবাটাই যে কতটা ভয়ঙ্কর তা ইতিহাসের প্রতিটা পাতা সাক্ষী দেয়। জাপানের পাশাপাশি হিটলারের মত শাসকের কাছে গিয়েও তিনি আলোচনা আরম্ভ করে দেন। আর তার সাথে পৌর একটি যুদ্ধের জন্য প্রস্তুত দল গঠন করা তার সাহসের আরো একটি মস্ত বড় উদাহরণ।

বিপ্লবী রাসবিহারী বোস এর নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিজের কাজ শুরু করে দিয়েছিল কিন্তু জাপানি নেতাদের সাথে কিছু মতবিরোধ হওয়ায় এই আর্মি ভেঙ্গে যায়। এবং রাজবিহারী বসু সুভাষচন্দ্র বোসের হাতে আই এন এর সমস্ত দায়িত্ব তুলে দেন। নেতাজি সুভাষচন্দ্র বোস এর নেতৃত্বে আসার পর আইএনের শুধু নতুন করে তৈরি হলো না বরং উত্তর-পূর্ব ভারত থেকে লড়াইও আরম্ভ করে দিল।

আর তার সবচেয়ে বড় গুণ হলো তার নেতৃত্ব দেবার ক্ষমতা এই নেতৃত্ব দেবার ক্ষমতা টা এটা থেকেই আমরা সবথেকে ভালো বুঝতে পারবো যে আমাদের দেশের লোক আজও তাকে নেতাজি বলে সম্বোধন করেন ।

আই এন এ তে নেতাজি সুভাষচন্দ্র বোস এর একটা Women wing ও ছিল। যার নাম ছিল রানী লক্ষ্মীবাঈ ব্রিগেড। এই ব্রিগেডের লিডার ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল । একটি ইন্টারভিউ তে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে দলের মধ্যে যখন কারো শরীর খারাপ করত তখন তারা বাইরের দেশে থেকে কিভাবে নিজেদের সেবা-শুশ্রূষা করত তখন তিনি জবাব দিয়েছিলেন যে ‘নেতাজি ছিলেন না’ । তিনি আরো বলেন এই এত হাজার জনের দলের মধ্যেও কার কি অসুবিধা ছিল নেতাজি সবই জানতেন এটাই তো একটা আসল নেতার পরিচয়। নইলে কি দেশের বাইরে থেকেও 40 হাজার লোককে অনুপ্রেরণা দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারেন। নেতাজি না শুধু স্বাধীন ভারতের স্বপ্ন মানুষদের দেখিয়েছিলেন বরঞ্চ সেই স্বপ্ন সত্যি করার পথ প্রদর্শন করেছিলেন । নেতাজির ভাষণ নেতাজির কথাবার্তা এমন ছিল যা শোনার পর প্রতিটি লোকের রক্তে আগুন জ্বলে ওঠে ।

Topics

Netaji Subhas Chandra Bose  INA  Birth Anniversary Tribute   Administration Kolkata

Related Articles

Leave a Comment